খেলাধুলা

বাফুফেকে অনুদান বন্ধ করেনি ফিফা: সোহাগ

অর্থ ব্যয়ে স্বচ্ছতা না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফা অনুদান বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। কেন অর্থ পাচ্ছে না তা জানতে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকের বসার সিদ্ধান্ত নেও বাফুফে। মঙ্গলবার (৬ এপ্রিল) সেই বৈঠক শেষে জানা গেলো ভিন্ন খবর।

ফিফার সঙ্গে বাফুফের ফিন্যান্সিয়াল গভর্নেন্স সম্পর্কিত এক ভার্চুয়াল সভা হয়। সেখানে দেশের ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মুর্শেদি ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ওই সভায় বাফুফের অর্থবিষয়ক কার্যক্রমে আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিফার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সভা শেষে মুর্শেদি বলেন, 'ফিফা আমাদের ফিন্যান্স কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারই কারণ হিসেবে দেখেন এএফসি আমাদেরকে কিন্তু ফান্ড রিয়ালাইজেশনের ব্যাপারে বছরের প্রথমেই ৭৫ শতাংশ দিচ্ছে। সন্তুষ্ট না হলেও তা দিতো না।'

ফিফা যে পরামর্শ দিয়েছে তা তুলে ধরেন এই কর্মকর্তা, 'ফিফা পরামর্শ দিয়েছে, তোমরা সব সময় চেষ্টা করবে তিনটা সাপ্লাইয়ারের সঙ্গে আলোচনা করে ক্রয়-বিক্রয় প্রক্রিয়া করতে। এ ক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে দেখতে হবে। এরপর যার কাছে কম পাবে তার কাছে থেকেই নেবে।'

ফিফার অনুদান বন্ধ হয়নি জানিয়ে সাধারণ সম্পাদক সোহাগ বলেন, 'আমরা ১৫দিন আগেও ফিফার একটি পেমেন্ট পেয়েছি। আমরা আমাদের রেগুলার যে পেমেন্টগুলো আছে, সেগুলো ঠিকই পাচ্ছি। এছাড়াও বাফুফে থেকে যে পেমেন্টগুলো আছে সেগুলোও ঠিকমতো পাচ্ছি।'

আরও আছি...

* স্বচ্ছতার অভাব, বাফুফেকে ফিফার সব অনুদান বন্ধ