খেলাধুলা

‘রোনালদো কখনো নেতা ছিল না, হবেও না’

এই মৌসুম শেষে ‘ব্যক্তিবাদী’ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কের ইতি টানা প্রয়োজন জুভেন্টাসের। এই দাবি করেছেন ইতালিয়ান জায়ান্টদের সাবেক মিডফিল্ডার মাসসিমো মাউরা। তার মতে পর্তুগিজ উইঙ্গার কখনও নেতা ছিলেন না এবং হবেনও না।

চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতার স্বপ্ন নিয়ে ২০১৮ সালের গ্রীষ্মে তুরিনে ভেড়ানো হয় রোনালদোকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদে দুর্দান্ত অধ্যায় কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে পা রাখেন ইতালিতে। এরই মধ্যে দুটি সিরি আ জিতেছেন, কিন্তু চ্যাম্পিয়নস লিগে প্রথম মৌসুমে কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে পারেননি। আর গত দুই আসরে শেষ ষোলোতেই থামতে হয়েছে তাকে।

জুভেন্টাসের সঙ্গে রোনালদোর সম্পর্ক তৃতীয় বছরে চলছে। এত দিনেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন পূরণ হয়নি। তার পারফরম্যান্স নিয়েও রয়েছে সমালোচনা। এবার সমালোচকদের দলে যোগ দিলেন মাউরো। গাজেত্তা দেল্লো স্পোর্তকে ৫৮ বছর বয়সী সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘রোনালদো যেখানে খেলেছে, সেখানে কখনও নেতা ছিল না এবং কখনও হবেও না। সে একটি কোম্পানির মতো। আর দলের সাফল্যের চেয়ে তার স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জুভেন্টাসে ১০২ ম্যাচ খেলা মাউরো আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ানো সতীর্থদের তার পাশে রাখতে চায় না। সে সবসময় চায় গোল করাতে তারা তাকে বল দেবে। সে একজন বিরাট ব্যক্তিবাদী, দলগত খেলোয়াড় নয়। ফলের দিকটি বিবেচনা করলে তার সঙ্গে থেকে জুভেন্টাস অতীতের চেয়ে ভালো কিছু করতে পারেনি। এমনকি চ্যাম্পিয়নস লিগে আরও বাজে অভিজ্ঞতা হয়েছে। ঠিক এই কারণে দুই পক্ষের পথ আলাদা হওয়া হবে সবচেয়ে ভালো।’