খেলাধুলা

ছেলের নাম জানালেন সাকিব

মাসখানেক হলো ছেলে সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। গত ১৫ মার্চ সাকিব-শিশিরের ঘর আলো করে পৃথিবীতে আসে তাদের তৃতীয় সন্তান। দুই কন্যার পর পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ছেলের এক মাস পূর্ণ হওয়ার পর তার নাম জানালেন সাকিব। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিব জানিয়েছেন, ছেলের নাম আইযাহ আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব এখন ভারতে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। বৃহস্পতিবার পরিবারের সবার জার্সি হাতে পেয়ে একটি ছবি পোস্ট করেছেন সাকিব।  

স্ট্যাটাসে সাকিব লিখেন, ‘আমাদের ছেলে আইযাহ আল হাসানের বয়স এক মাস পূর্ণ হলো। তুমি আমাদের ছোট্ট পরিবারকে পূর্ণ করেছ। তুমি দুজন সুন্দর বোনের একজন প্রিয় ভাই। তোমাকে পেয়ে ওরা উড়ছে। আমরা গোটা পরিবার সুখী। আমার পুরো বিশ্ব এখানে।’

কলকাতার হয়ে দুই ম্যাচ খেলা সাকিব প্রথম ম্যাচে ৩ রান করেছিলেন বল হাতে ৩৪ রানে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ১ উইকেট নিয়ে ভালো বোলিং করলেও ব্যাটিংয়ে ৯ রানে আউট হয়ে দলকে বিপদে ফেলেন। এরপর ম্যাচও হারে কলকাতা।

প্রায় এক বছরের ব্যবধানে সাকিব দুই সন্তানের বাবা হন। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইরাম হাসানের জন্ম হয়। এরপর এই বছরের প্রথম দিনই স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুম্বনরত অবস্থায় সাকিব একটি ছবি প্রকাশ করে তৃতীয় সন্তানের ইঙ্গিত দেন।

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তাদের প্রথম সন্তান আলায়ানা হাসান অব্রির জন্ম হয় ২০১৫ সালের ৯ নভেম্বর।