খেলাধুলা

১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস

আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেছেন আগেই, এবার জানা গেলো বেন স্টোকস ঘরের মাঠে আগামী জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারবেন না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভাঙা আঙুলের অস্ত্রোপচারের জন্য তাকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার স্টোকসের আঙুলের এক্স রে ও সিটি স্ক্যান করানো হয়। আগামীকাল শনিবার তার নিজ দেশ ইংল্যান্ডে ফেরার কথা রয়েছে। সোমবার আঙুলের অস্ত্রোপচার হবে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান রাজস্থান রয়্যালসে খেলা স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন। পরবর্তীতে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি।

রাজস্থান রয়্যালস টুইট করে জানিয়েছিল, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি। তবে অস্ত্রোপচারের জন্য আর থাকা হচ্ছে না।