খেলাধুলা

হৃদরোগে হাসপাতালে ভর্তি মুরালিধরন

হৃদরোগজনিত কারণে রোববার (১৮ এপ্রিল) চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সর্বশেষ খবরে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ডের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালিধরন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দরাবাদের মেন্টর।

শনিবার (১৭ এপ্রিল) ছিল মুরালিধরনের জন্মদিন। এদিন চেপুকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি।

৪৯ বছর বয়সী এই স্পিন লিজেন্ডকে নিয়ে হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান বলেছেন, ‘আইপিএলে আসার আগে হৃদযন্ত্রে একটি ব্লকেজ থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের কাছে গিয়েছিলেন। তাকে বলা হয়েছিল এখনই কোনও স্ট্যান্ট বসানোর প্রয়োজন নেই। কিন্তু চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে তাকে এনজিওপ্লাস্টি করতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি তা করান। তিনি খুব ভালো আছেন এবং কয়েক দিনের মধ্যে মাঠে ফিরবেন।