খেলাধুলা

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে উয়েফার সম্মতি

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ শুরুর ঘোষণায় হুমকির মুখে পড়েছে চ্যাম্পিয়নস লিগের অস্তিত্ব। এই পরিস্থিতিতে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে নতুন ফরম্যাটের ব্যাপারে সম্মতি দিয়েছে উয়েফা।

জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন একাধিক সূত্রে জানতে পেরেছে, নতুন চেহারার ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে উয়েফার নির্বাহী কমিটি। প্যারিস সেন্ত জার্মেইর প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও ভোট দেন। ফরাসি ক্লাবটি সুপার লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয় সোমবার (১৯ এপ্রিল)। ৩২ দলের বর্তমান ফরম্যাট সম্প্রসারিত করতে সেখানে ভোট দেয় নির্বাহী কমিটি। নতুন ধাঁচে এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৪-২৫ মৌসুম থেকে।

নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগে ৩৬ ক্লাবের প্রত্যেকে ছয়টির বদলে ১০টি গ্রুপ ম্যাচ খেলতে পারবে। সেখান থেকে ১৬টি দল উঠবে নকআউট পর্বে।

এর আগে রোববার রাতে ম্যানইউ, লিভারপুল, আর্সেনাল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসসহ ১২টি বড় ইউরোপিয়ান ক্লাব সুপার লিগে খেলার ঘোষণা দেয়। বিষয়টি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে।