খেলাধুলা

হারারেতে একাই লড়লেন রিজওয়ান

দক্ষিণ আফ্রিকায় আধিপত্য দেখানো পাকিস্তান জিম্বাবুয়েতে ভুগলো। বুধবার (২১ এপ্রিল) হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছিল তারা। লড়লেন শুধু মোহাম্মদ রিজওয়ান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচে দুটি হাফ সেঞ্চুরির পর জিম্বাবুয়ে সিরিজেও তা উদযাপন করলেন রিজওয়ান। তার অপরাজিত হাফ সেঞ্চুরিতে পাকিস্তান ৭ উইকেটে ১৪৯ রান করেছে।

টস জিতে ফিল্ডিং নিয়ে দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজমকে (২) ফেরান ব্লেসিং মুজারাবানি। রিজওয়ান একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন, উপযুক্ত সঙ্গী পাননি ক্রিজে। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছেন এই ওপেনার। ফখর জামান ও দানিশ আজিজের সঙ্গে দুটি ইনিংস সেরা ৩৪ রানের জুটি ছিল তার।

৪৮ বলে ছয় চারে ফিফটি করেন রিজওয়ান। হাফ সেঞ্চুরির পর একটু মারমুখী হন তিনি। তাতে দলকে দেড়শর কাছাকাছি নিতে সফল হন। ৬১ বলে ১০ চার ও ১ ছয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ও উসমান কাদিরকে নিয়ে ২৪ ও ২৫ রানের কার্যকরী দুটি জুটি গড়েন তিনি। এছাড়া অভিষিক্ত দিনেশ (১৫) ও ফখর জামান (১৩) দুই অঙ্কের ঘরে রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে লুক জংউই ও ওয়েসলি মাধেভেরে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।