খেলাধুলা

ব্যাটিংয়ে পাঞ্জাবকে ভোগালো হায়দরাবাদ

তিন ম্যাচ পর আইপিএলের পয়েন্ট টেবিলের শেষ দিকের দুই দল পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি। চেন্নাইয়ের চেপুকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ভুগলো পাঞ্জাব। ১৯.৪ ওভারে ১২০ রানে অলআউট তারা।

জিতে শুরু করা পাঞ্জাব টানা দুটি হারের পর জয়ে ফিরতে মরিয়া। আর একটিও জয় না পাওয়া হায়দরাবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র। টস জিতে ব্যাট করতে নেমে গত ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৪) ও মায়াঙ্ক আগারওয়াল (২২) ব্যর্থ। দলীয় ৩৯ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার।

বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলের ১৫ রানের ইনিংসে ছিল কেবল দুটি চার। এছাড়া শাহরুখ খানের ২২ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭তম ওভারে একশর কোটা পূরণ করেন পাঞ্জাব। এই ধাক্কা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য। ইনিংসের দুই বল বাকি থাকতে ১২০ রানে অলআউট হয় তারা।

খলিল আহমেদ হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান অভিষেক শর্মা।