খেলাধুলা

জয়ের চিন্তা করছেন না ডমিঙ্গো!

পাল্লেকেলেতে দুদিন দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৭৪। তৃতীয় দিন সকালের সেশনে ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন ৫২০ রানের কাছাকাছি স্কোর হলে চ্যালেঞ্জ জানানো যাবে শ্রীলঙ্কাকে। কিন্তু জয়ের পরিকল্পনা কি আছে বাংলাদেশের?

ম্যাচে ২০ উইকেট নিতে পারলে জয় পাওয়া যাবে। সেই পরিকল্পনা কী আছে অতিথিদের। ডমিঙ্গো জানালেন, জয়ের থেকেও বড় কিছু পাওয়ার আছে এ ম্যাচে। তা হলো, পারফরম্যান্সের ধারাবাহিকতা। বিদেশ বিভুইয়ে বাংলাদেশ টেস্টে ভালো করতে পারে না। অতীত রেকর্ড সেই কথাই বলছে। ডমিঙ্গো এমন বদনাম মুছে দিতে চান। এজন্য চলমান টেস্টে শিষ্যদের থেকে ধারাবাহিক পারফরম্যান্স চান তিনি।

‘টেস্টে জয় পাওয়া অনেক দূরের কথা। এই মুহূর্তে এমন কিছুর চিন্তা আমরা করছি না। আমাদের মূল কাজ আগামীকাল সকালের সেশনে ভালো করা। যদি জিততে চাই আমাদের সামনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

শেষ ১০ টেস্টের ৯টিতে বাংলাদেশ বাজেভাবে হেরেছে। পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা ছিল না। ছিল না নুন্যতম প্রতিরোধ। এ টেস্টের প্রথম দুদিন ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে তাতে খুশি তিনি। শিষ্যদের ওপর নিজের ভরসা থাকার কথা জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমি আগেও বলেছি, ছেলেরা খেলতে পারে। তারা ভালো মানের উইকেটে কিভাবে রান করতে হবে সেটা বুঝতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। শেষ কয়েক সপ্তাহে তারা যথেষ্ট সমালোচনায় বিদ্ধ ছিল। সেখান থেকে ফিরে এসে তারা বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্স করেছে। তারা ইতিবাচক এবং ক্ষুধার্ত ছিল। কঠোর পরিশ্রমও করেছে। কেউ কেউ সেই পরিশ্রমের পুরস্কার পেয়েও গেছে।’

বোলাররা ২০ উইকেট নিতে পারবে কী না এমন প্রশ্নের উত্তরে ডমিঙ্গো বলেন, ‘আশা করছি আমাদের স্পিনাররা বড় ভূমিকা রাখবে। উইকেটে কিছুটা টার্ন দেখা যাচ্ছে। দেখুন দুদিন ফিল্ডিংয়ের পর ব্যাটিং করতে নামা কিছুটা হলেও ক্লান্তিকর। আমরা যদি চাপ প্রয়োগ করতে পারি এবং তারা যদি এক বা দুইবার ভুল করে...বোলারদের একটা বা দুইটা বোলিং স্পেল ভালো সুযোগ তৈরি করতে পারবে। তাহলে ২০ উইকেট নেওয়ার সুযোগ থাকবে। কঠিন কিন্তু অসম্ভব নয়। এজন্য আমাদের তিনদিন কঠোর পরিশ্রম করতে হবে।’