খেলাধুলা

মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছে বার্সা!

বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য রাজি করাতে লিওনেল মেসিকে তিন বছরের একটি চুক্তির প্রস্তাব দিতে কাজ করছেন ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

বর্তমানে ন্যু ক্যাম্পে মেসির বার্ষিক আয় সাড়ে ৭ কোটি ইউরো। বার্সা প্রেসিডেন্ট জানেন এই বিপুল অর্থ আর বেশিদিন দেওয়ার সামর্থ্য তাদের নেই। তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে ক্লাবে রেখে দিতে তাই ভিন্ন পথে হাঁটছে কাতালান জায়ান্টরা।

সূত্রগুলো ইএসপিএনকে বলছে, তাদের চিন্তাভাবনা দীর্ঘসময়ের জন্য মেসির সঙ্গে চুক্তি করা। তাতে বেতন কাটার কারণে মেসির যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে। এই জুনে শেষ হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ। নিজে থেকে প্রতি বছর এক বছরের জন্য চুক্তির ব্যাপারে মত দিয়েছিলেন।

লাপোর্তা এমন চুক্তির ব্যাপারে রাজি নয়। তার আশা দুই বছরের জন্য মেসিকে রাখতে রাজি করতে পারবেন তিনি, সঙ্গে এক বছর বাড়তি চুক্তির পথ খোলা থাকবে।