খেলাধুলা

আইপিএল ছাড়লেন অশ্বিন

দিল্লি ক্যাপিটালসের হয়ে স্পিনার রবীচন্দ্রন অশ্বিন রোববারও খেলেছেন। এরপরই তিনি ছুটি নেন। চলতি মৌসুমে আর খেলতেও পারেন, নাও খেলতে পারেন তিনি।

মূলত তার নিজ পরিবারের ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতেই আইপিএল ছেড়েছেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক মতো সেরে যায় তাহলে তিনি আবার মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন লিখেন, ‘আমি আগামীকাল থেকে আইপিএলের চলতি আসর থেকে বিরতি নিচ্ছি। আমার ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনার সঙ্গে লড়াই করছেন। এমন কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। সবকিছু ঠিকঠাক মতো চললে আমি আবার ফিরবো আইপিএলে। ধন্যবাদ।’

এই টুইটের জবাবে দিল্লি ক্যাপিটালস অশ্বিনকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। রোববার (২৫ এপ্রিল) ভারতে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২।

এদিন সেখানে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।