খেলাধুলা

পাঞ্জাবকে ১২৩ রানের বেশি করতে দেয়নি কলকাতা

প্রসিদ্ধ কৃষ্ণা-প্যাট কামিন্সের দারুণ বোলিংয়ে পাঞ্জাব কিংসকে ১২৩ রানের বেশি করতে দেয়নি কলকাতা নাইটরাইডার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ১২৩ রান করে পাঞ্জাব কিংস।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে কলকাতার একাদশে কোনো পরিবর্তন ঘটেনি, অন্যদিকে পাঞ্জাব নেমেছে এক পরিবর্তন নিয়ে।

ব্যাটিং করতে নেমে সাবধানি শুরু করে পাঞ্জাব। দুই ওপেনার লোকেশ রাহুল-মায়াঙ্ক আগারওয়াল খেলতে থাকেন দেখেশুনে। ২০ বলে ১৯ রান করে রাহুল আউট হলে ৩৮ রানে ভাঙে ওপেনিং জুটি। এর পরে গেইল এসেই ফেরেন ০ রানে। তারপরেই দীপক হুদা নেমে ফেরেন ১ রানে। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাঞ্জাব।

শেষ দিকে ক্রিস জর্দানের ১৮ বলে ৩০ রানের সুবাদে টেনেটুনে একশ পার করে দলটি। সর্বোচ্চ ৩১ রান করেন মায়াঙ্ক। ১৪ বলে ১৩ রান আসে শাহরুখ খানের ব্যাট থেকে। কলকাতার হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও সুনিল নারাইন।