খেলাধুলা

মুম্বাইকে মোস্তাফিজদের ১৭২ রানের চ্যালেঞ্জ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৪তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে ব্যাটিং করতে নেমে মুম্বাইকে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজস্থান।  

বরাবরের মতো রাজস্থানের একাদশে আছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭১ রান করে মোস্তাফিজদের দল।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জস বাটলার-যশস্বী জয়সওয়াল দারুণ খেলতে থাকেন। ৩২ বলে ৪১ করে বাটলার আউট হলে ভাঙে ওপেনিং জুটি। এরপর সাঞ্জু স্যামসন এসে খেলতে থাকেন হাত খুলে। সঙ্গে ছিলেন আরেক ওপেনার জয়সওয়াল।

জয়সওয়াল ২০ বলে ৩২ রান করেন। সাঞ্জুর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪২ রান। তারা আউট হলেও রানের চাকা আগের মতোই বহাল রাখেন শিভাম দুবে। তিনি ৩১ বলে ৩৫ রান করেন।  ডেভিড মিলার ৮ ও রিয়ান পরাগ ৭ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাহুল চাহার। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যসপ্রীত বুমরাহ।

গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই এই আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ৫ ম্যাচে খেলে জয় মাত্র দুটিতে। একই অবস্থা মোস্তাফিজদের দল রাজস্থানেরও। পাঁচ ম্যাচ খেলে দুটিতে জয়। আজ দুই দলর সামনে সুযোগ একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।

এই ম্যাচে কোনো পরিবর্তন ঘটেনি রাজস্থানে একাদশে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মুম্বাই। বাদ পড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। তার পরিবর্তে দলে এসেছেন নাথান কোল্টার নাইল।