খেলাধুলা

করোনা যুদ্ধে ভারতের পাশে উইন্ডিজ ব্যাটসম্যান

ভারতে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক তিন লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিলও হচ্ছে লম্বা। এমন সময়ে যে যার সাধ্য অনুযায়ী ভারতকে সহায়তা করছেন। হাত বাড়াচ্ছেন আইপিএলের বিভিন্ন দল ও ক্রিকেটাররা। পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান নিকোলাস পুরান তার আইপিএল বেতন থেকে কিছু অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, ‘অন্য অনেক দেশ এখনও মহামারিতে ক্ষতিগ্রস্ত, কিন্তু এখন ভারতে এই অবস্থা শোচনীয়। সচেতনতা বাড়াতে আমি আমার কাজ করবো এবং এই কঠিন পরিস্থিতিতে আমি আর্থিক সহায়তা করতে চাই।’ তার দল পাঞ্জাবও দেশজুড়ে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহে সহায়তার আকুতি জানিয়েছে।

এর আগে রাজস্থান রয়্যালস বৃহস্পতিবার কোভিড ত্রাণ হিসেবে সাড়ে ৭ কোটি রুপি দেওয়ার ঘোষণা দেয়। একই দিন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার এক কোটি রুপি দিয়েছেন। তারও আগে কলকাতা নাইট রাইডর্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দেন।