খেলাধুলা

মোস্তাফিজদের মুখোমুখি হায়দরাবাদ, দিল্লি লড়বে পাঞ্জাবের বিপক্ষে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৮তম ম্যাচে মুখোমুখি মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া দিনের অপর ম্যাচে খেলতে নামবে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।

রোববার দিনের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে রাজস্থান-হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এই দুই দল জয়ের ধারায় ফিরতে।  লড়াইয়ে নামবে। বরাবরের মতো এই ম্যাচেও রাজস্থানের একাদশে মোস্তাফিজকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা।  

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মোস্তাফিজুর রাজস্থান জিতেছে মাত্র ২টিতে, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৭ নম্বরে। অন্যদিকে হায়দরাবাদের জয় মাত্র ১টিতে; পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার শেষে; ৮ নম্বরে।  

এই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামবে হায়দরাবাদ। দলটি পরিবর্তন করেছে অধিনায়ক। ওয়ার্নারের পরিবর্তে এখন উলিয়ামসন নেতৃত্ব দেবেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটারের কম্বিনেশনে আসবে পরিবর্তন এমন ইঙ্গিতও দিয়েছে হায়দরাবাদের টিম ম্যানেজম্যান্ট।

এ ক্ষেত্রে ওয়ার্নার যদি একাদশে জায়গা হারান দলে ফিরতে পারেন জেসন রয় কিংবা জেসন হোল্ডার। পেসার ভুবেনশ্বর কুমারের পরিবর্তে দেখা যেতে পারে সিদ্ধার্থ কাউলকে। এদিকে রাজস্থানের একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। শিভাম দুবের পরিবর্তে দেখা যেতে পারে মাহিপাল লামরোরকে।    

অন্যদিকে দিনের অপর ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব-দিল্লি। এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি। তারা ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২ নম্বরে। অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয়ে পাঞ্জাবের অবস্থান ৬ নম্বরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।