খেলাধুলা

প্রথম সেশন ভালো করলে ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ!

লিটন কুমার দাশ ও মেহেদী হাসান মিরাজের কাঁধে রাজ্যের চাপ! দুই ডানহাতি ব্যাটসম্যান সোমবার (৩ মে) শেষ দিনে পাল্লেকেলেতে ম্যাচ বাঁচাতে পারবেন কি না তা নিয়ে কৌতুহলের শেষ নেই। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিমুল হক, নাজমুল হোসেন শান্তরা সুযোগ হারিয়েছেন। উইকেটে থিতু হয়েও শ্রীলঙ্কার স্পিনে অসহায় আত্মসমর্পণ করেছেন। শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের লক্ষ্যে বাংলাদেশের রান চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৭৭। শেষ দিনে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ৫ উইকেট। বাংলাদেশের জন্য ২৬০।

বাংলাদেশের কাছে শেষ দিন জয়ের থেকে ম্যাচ বাঁচানো গুরুত্বপূর্ণ। লিটন ও মিরাজরা পারবেন কি সারাদিন ২২ গজে কাটিয়ে দিতে? কী ভাবছেন শান্ত। দলের প্রতিনিধি হয়ে চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেন, ‘এখনও দুইজন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এই পরিকল্পনাই থাকবে যে দুই ব্যাটসম্যান যতক্ষণ ব্যাটিং করতে পারে আমাদের জন্য ভালো। প্রথম দুইটা ঘণ্টা, প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারি তাহলে পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারবো।‘

ভালো কিছুর চিন্তা করা মানেই যে ম্যাচ ড্র করা। সেদিকে নজর বাংলাদেশের। পাল্লেকেলেতে প্রথম টেস্টে সেঞ্চুরি ও শূন্য রানে আউট হয়েছিলেন শান্ত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ২৬ রানে আউট হয়েছেন। মুশফিক, লিটন, মুমিনুলরাও নিতে পারেননি দায়িত্ব। প্রথম ইনিংসে ৩৭ রানের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেট। তাতেই সব ওলটপালট।

শান্তর মতে, প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা দলকে ভোগাচ্ছে, ‘প্রথম ইনিংসে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। ওখানে আমরা একটু পেছনে পড়ে গেছি। আমরা ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মতো ছিল। ওখান থেকে পরে আর জুটি হয়নি। ওই জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি।’

দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং করেছেন সাইফ হাসান। শট খেলার দিকে মনোযোগী ছিলেন শান্ত ও মুমিনুল। নিজেদের ব্যাটিং নিয়ে শান্তর দাবি, ‘এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেতিবাচক থাকবে, ততই কঠিন হবে। ইতিবাচক মানেও এই না যে সব বল মারার পরিকল্পনায় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। সবাই দৃঢ়তা নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছে।’

ব্যক্তিগত পারফরম্যান্স ভালো না হওয়ায় দলগত পুঁজি হতশ্রী। এ ব্যর্থতা ভুলে শান্ত এগিয়ে যেতে চান সামনে। তার ভাষ্য, ‘যে জিনিসটা আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করার পর আমি যেন খুব বেশি খুশি হয়ে না যাই এবং খারাপ খেললেও খুব বেশি হতাশ না হই। ভালো খেলার পর দুটি ইনিংস খারাপ হয়েছে। আজ ভালো শুরুর পরও ইনিংস লম্বা হয়নি। এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছি না। চিন্তা করছি পরবর্তীতে সুযোগ এলে কীভাবে ভালো করতে পারি।’