খেলাধুলা

কিছু সময় বাদ পড়া খেলোয়াড়ের জন্য ভালো: ইমরুল

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের জন্য ২৪ জনের প্রাথমিক দলে জায়গা হয়েছে ইমরুল কায়েসের। টপ অর্ডার ব্যাটসম্যান দীর্ঘদিন পর ফিরেছেন জাতীয় দলে। তিনি যতবার দল থেকে বাদ পড়েছেন ততবার নিজেকে নতুন রূপে ফিরিয়ে এনেছেন। কিন্তু সুযোগ পাওয়ার পর জায়গা থিতু করতে পারেন না, বাদ পড়েন। পরে আবার দলে ফেরেন।

এজন্য বাদ পড়লেও ইমরুলের কাছে কখনোই মনে হয় না, দলের থেকে দূরে আছেন। রোববার (২ মে) দলের অনুশীলনে যোগ দিয়ে এই ব্যাটসম্যান বলেন, ‘আমি আসলে কখনও ওভাবে মনে করিনি যে, আমি জাতীয় দলের বাইরে চলে গেছি। সবসময়ই আমি ড্রেসিংরুমটা উপভোগ করি, জাতীয় দল থেকে বাদ পড়লে আমি কখনও ভাবি না যে আমি বের হয়ে গেছি। আমি মনে করি পাশেই আছি, হয়তো বা পারফর্ম করতে পারলে আবার কামব্যাক করবো।’

জাতীয় দল থেকে বাদ পড়ার কিছু ইতিবাচক দিকও খুঁজে পান ইমরুল। তার মতে, ‘কিছু কিছু সময় বাদ পড়াটা খেলোয়াড়ের জন্য ভালো। অনেক কিছু শেখা যায় ওখান থেকে। নিজের ভুলগুলো নিয়ে ভাবা যায়, কী কী ভুল হয়েছে। এটার জন্য যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার সেটা করে যাই সবসময়।’

সামনে জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ হবে ইমরুলের। ৭৮ ওয়ানডেতে ২৪৩৪ রান করা এই ব্যাটসম্যান নিজের ঘাটতিগুলো অনুশীলনে শুধরে নিতে চান, ‘দলে সুযোগ পাওয়া আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার। কারণ জাতীয় দলের বাইরে থাকলে, স্কোয়াডের বাইরে থাকলে আসলে মানসিকভাবে প্রস্তুত থাকা যায় না। আমি বলবো যে এটা আমার জন্য আবার নতুন করে চিন্তা ভাবনা করার অনেক বড় সুযোগ। আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারবো। আমার যে ঘাটতিগুলো ছিল এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো।’