খেলাধুলা

করোনায় প্রাণ হারালেন আইপিএলের সাবেক ক্রিকেটার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সে প্রাণ হারালেন রাজস্থানের সাবেক স্পিনার বিবেক যাদব। বুধবার (৫ মে) না ফেরার দেশে চলে গেছেন আইপিএলে খেলা সাবেক এই ক্রিকেটার।

গত দুই বছর ধরে পাকস্থলির ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বিবেক। কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। ভর্তি করা হয় জয়পুরের একটি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক স্ত্রী ও এক মেয়ে রেখে পরপারে পাড়ি জমালেন তিনি।

বিবেকের বন্ধু ও সাবেক রাজস্থান ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে তার পাকস্থলিতে ক্যানসার ধরা পড়ে, সেরে উঠছিল সে। কয়েক দিন আগে নিয়মমাফিক কেমোথেরাপি দিতে যেতে হয়েছিল এবং তখনই করা টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।’

২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় বিবেকের। ২০১১ সালে রাজস্থানের প্রথম রঞ্জি ট্রফি জয়ী দলে ছিলেন তিনি, ওই আসরের ফাইনারে বারোদার বিপক্ষে নেন চার উইকেট। ২০১২ সালের আইপিএলে সুযোগ পেয়েছিলেন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসে। কিন্তু বেঞ্চেই কাটাতে হয় তাকে।

সব মিলিয়ে ১৮টি প্রথম শ্রেণি ও আটটি লিস্ট এ ম্যাচ খেলেন বিবেক, চারটি টি-টোয়েন্টিতেও ছিলেন তিনি।