খেলাধুলা

রিয়ালের পরের ম্যাচ দেখবেন না সিমিওনে

বার্সেলোনার মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছে আতলেতিকো মাদ্রিদ। এই ফল দুই দলেরই লা লিগার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। রোববার (৯ মে) রিয়াল মাদ্রিদ সেভিয়াকে হারাতে পারলেই আতলেতিকোকে টপকে শীর্ষে উঠবে। তাই কোচ ডিয়েগো সিমিওনে নিশ্চিতভাবে নগরপ্রতিদ্বন্দ্বীদের হার চাইবেন। তবে এই ম্যাচটি দেখতে চান না আতলেতিকোর কোচ।

৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আতলেতিকো। সমান খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট পাওয়া রিয়াল ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় সেভিয়ার সঙ্গে জিতলে পাবে ৭৭ পয়েন্ট। কিন্তু মুখোমুখি লড়াইয়ে আতলেতিকোর চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠবে তারাই।

এই ম্যাচ দেখতে চান না সিমিওনে, ‘আমি মনে করি না এটা দেখবো। আমি দেখবো না এই খেলা। আমার এটা ভালো লাগবে না। একদমই দেখতে চাইবো না। আমি দেখলে যে ম্যাচের ফল অন্যরকম হবে তা তো নয়। এর চেয়ে পরিবারের সঙ্গে রাতের খাবার খাবো এবং সোমবার প্রস্তুতি নিবো। বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটা ভালো ম্যাচ খেলতে হবে আমাদের।’

এই মৌসুমে শিরোপার লড়াইটা দারুণ জমে উঠেছে বললেন সিমিওনে, ‘এটা অসাধারণ একটা মৌসুম। চার দল তাদের সম্ভাব্য সেরা অবস্থানে থেকে শেষ করতে চায়। দলগতভাবে খেলতে আমরা বার্সেলোনায় এসেছিলাম এবং প্রত্যাশামতো সব হয়েছে।’