খেলাধুলা

করোনায় বাবা হারালেন পিযূষ চাওলা

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার পিযূষ চাওলা বাবা হারালেন। করোনায় আক্রান্ত হয়ে সোমবার মৃত্যুবরণ করেন প্রমোদ কুমার চাওলা। তার বয়স হয়েছিল ৬০ বছর।

টুইটারে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা এ লেগ স্পিনার। তিনি লিখেন, ‘গভীর শোকের সঙ্গে ঘোষণা করছি, আমার প্রিয় বাবা মি. প্রমোদ কুমার চাওলা আমাদের মাঝে আর নেই। সোমবার ১০ মে তিনি পরপারে গিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অসুস্থতায় ভুগছিলেন তিনি। আপনাদের আর্শীবাদ প্রয়োজন। আশা করছি শান্তিতে তিনি থাকতে পারবেন।’

পাশাপাশি ইন্সটাগ্রামে চাওলা লিখেন, ‘আমার রূপকারকে আজ হারালাম। তিনি ছিলেন আমার স্তম্ভ। তাকে ছাড়া জীবন কল্পনাও করা যেত না।’

৩২ বছর বয়সি চাওলা জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন ২০১২ সালে। লেগ স্পিনার ওয়ানডে খেলেছেন ২৫টি, টি-টোয়েন্টি ৭টি ও টেস্ট ৩টি। সব মিলিয়ে ৩৫ আন্তর্জাতিক ম্যাচে ৪৩ উইকেট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে থাকলেও পিযূষ ঘরোয়া ক্রিকেট খেলছেন নিয়মিত। আইপিএলেও এবার ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে।