খেলাধুলা

বাকি আইপিএ্লে অনিশ্চিত ইংলিশ ক্রিকেটাররা

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। আবার একই সময়ে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের আলোচনাও চলছে।

তবে ওই সময়ে যদি আইপিএল হয় তাহলে ইংলিশ ক্রিকেটারদের পাওয়া যাবে না। এটা জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ছেলে ক্রিকেট দলের ডিরেক্টর অ্যাশলি জাইলস।

বাংলাদেশসহ তাদের এফটিপি অনুযায়ী সিরিজগুলো যদি হয় তাহলে ইংলিশ ক্রিকেটারদের খেলতে হবে দেশের হয়ে। ইংলিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অ্যাশলি।

তিনি বলেন, 'নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের বিষয়টা ছিল ভিন্ন। ততোদিনে ক্রিকেটারদের আইপিএলে খেলার চুক্তি হয়ে গিয়েছিল। আগামী সূচি অনুযায়ী খেলাগুলো যদি ঠিকঠাক হয় তাহলে ক্রিকেটারদের দেশের হয়ে খেলানো আমাদের পরিকল্পনা।'

৯ এপ্রিল শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। মাঝে ২৯ ম্যাচ নির্বিঘ্নে আয়োজন হয়েছিল। এরপর করোনার হানায় ৪ মে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।