খেলাধুলা

রিয়ালের মেন্দির মৌসুম শেষ

লা লিগা শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে পারলেন না ফারলান্দ মেন্দি। পায়ের শিনের সমস্যায় এই মৌসুম শেষ হয়ে গেছে ফরাসি ফুল ব্যাকের।

রিয়াল নিশ্চিত করেছে ২৫ বছর বয়সী লেফট ব্যাক ‘টিবিয়াল পেরিওসটিটিসে’ ভুগছেন, যা সাধারণত শিন স্প্লিন্ট নামে পরিচিত।

মেন্দির সুস্থ হতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এটা নিশ্চিত যে জিনেদিন জিদানের দলে এই মৌসুমে আর দেখা যাবে না তাকে।

অফিসিয়াল ওয়েবসাইটে রিয়াল এক বিবৃতি দিয়েছে, ‘আজ (১১ মে) আমাদের খেলোয়াড় ফারলান্দ মেন্দির টেস্টের রিপোর্টের ফলে টিবিয়াল পেরিওসটিটিস ধরা পড়েছে।’ মেন্দির চ্যালেঞ্জ হবে আগামী ইউরোতে দিদিয়ের দেশমের ফ্রান্স দলে জায়গা পাওয়া।

এই মৌসুমে রিয়ালের বাকি আর তিন ম্যাচ। লা লিগা শিরোপা ধরে রাখার লঢ়াইয়ে তারা বৃহস্পতিবার গ্রানাডার মাঠে নামবে। রোববার অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলা। আর ২৩ মে ভিয়ারিয়ালকে স্বাগত জানিয়ে শেষ করবে এই মৌসুম।