খেলাধুলা

ঈদের ছুটি শেষে ক্যাম্পে বাংলাদেশের ফুটবলাররা

আগামী জুনে শুরু হচ্ছে বাংলাদেশের কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ফের ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। রোববার (১৬ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্ট করেছেন ৩৩ জনের মধ্যে ৩২ ফুটবলার। চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

রোববার সন্ধ্যায় খেলোয়াড়দের কোভিড পরীক্ষা করানো হবে। নেগেটিভ হওয়া ফুটবলাররা সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেবেন। চলতি সপ্তাহের শেষ দিকে কাতারের উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের।

গত ১১ মে শুরু হয়েছিল ক্যাম্প। ওই সময় এএফসি কাপের কারণে মালদ্বীপ যাওয়ার কথা থাকায় বসুন্ধরার ফুটবলাররা যোগ দেননি। পরে করোনার কারণে সফর স্থগিত হলেও ক্যাম্পে যোগ দেননি তারা। ঈদের ছুটি শেষে ফিরেছেন তাদের ১০ খেলোয়াড়, শুধু চোট নিয়ে এখনও বিশ্রামে বিশ্বনাথ।

সূচি অনুযায়ী কাতারে ৩ জুন ভারত, ৫ জুন আফগানিস্তান ও ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ৫ ম্যাচ খেলেছে তারা, অর্জন মাত্র ১ পয়েন্ট।

এরই মধ্যে কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে সরকারি নির্দেশনা অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছেন শনিবার। ফলে দলের সঙ্গে যোগ দিতে আর বাধা নেই তার।