খেলাধুলা

সাকিবের ১০০০ উইকেট

মাঠে ফিরে অনন্য এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বল হাতে কুশল মেন্ডিসের উইকেট নিয়ে তিনি স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

বাঁহাতি স্পিনার ৯৯৯ উইকেট নিয়ে রোববার (২৩ মে) মাঠে নেমেছিলেন। সাফল্য পেতে সাকিবকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলে কভারে ক্যাচ দেন ডানহাতি ব্যাটসম্যান কুশল। তাতে সাকিবের উইকেট সংখ্যা চার অঙ্কের ঘর স্পর্শ করে।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট ৫৬৯টি। এছাড়া বিভিন্ন স্বীকৃত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাঁহাতি এ স্পিনার পেয়েছেন ৪৩১ উইকেট। 

স্বীকৃত ক্রিকেটে সাকিবের অভিষেক বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বিসিবি একাদশের হয়ে খেলেছিলেন স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে। ম্যাচে ওপেনার ভুসিমুসি সিবান্দাকে আউট করে উইকেটের খাতা খুলেছিলেন বাঁহাতি স্পিনার। এরপর ২২ গজে মুগ্ধতা ছড়িয়েছেন বারবার। তাতে তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক।

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেট পেলেন সাকিব। এর আগে বাংলাদেশের বোলারদের মধ্যে এই কীর্তি প্রথম গড়েছিলেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ক্রিকেটকে ‘গুডবাই’ বলে নির্বাচক হওয়া সাবেক এই তারকা ১১৪৫ উইকেট নিয়েছেন।