খেলাধুলা

স্পিন বোলিং কোচ হচ্ছেন হেরাথ, সিডন্সের সঙ্গেও বিসিবির যোগাযোগ

বাংলাদেশের স্পিনারদের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজদের কোচ হচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। তার সঙ্গে কথা পাকাপাকি হলেও এখনই আসছে না আনুষ্ঠানিক ঘোষণা। তবে জিম্বাবুয়ে সিরিজের আগেই তাকে দলের সঙ্গে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবির বিশ্বস্ত সূত্র।

হেরাথের নিয়োগের বিষয়টি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও মুখে কুলুপ এঁটেছেন, ‘আমাদের স্পিন কোচ এশিয়া থেকে আসবেন। আমরা তিন জনের সঙ্গে কথা বলেছি। একজন শ্রীলঙ্কার, একজন ভারতের আর একজন পাকিস্তানের। আমরা কথা চালাচ্ছি। তারা কয়েকদিনের মধ্যে পৌঁছাবেন। আমরা দুই তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নেবো।’

হেরাথ ২০১৮ সালে ক্রিকেটকে বিদায় বলেন। ৯৩ টেস্ট খেলা এই ক্রিকেটার ৪৩৩ উইকেট নিয়ে অবসরে গেছেন। ৭১ ওয়ানডে খেলে উইকেট ৭১টি। ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হেরাথ। ১৭ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৮টি। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড ঈর্ষণীয়। ২৭০ ম্যাচে পেয়েছেন ১০৮০ উইকেট।

হেরাথের সঙ্গে কথাবার্তা এগিয়ে গেলেও দেশের স্পিনাররা স্থানীয় কোচ সোহেল ইসলামকে চাচ্ছেন বলেও দাবি আকরামের, ‘স্পিন কোচের ব্যাপারে আমাদের সোহেলকেও অনেক খেলোয়াড় চাচ্ছে। এটা একদমই তাদের ব্যক্তিগত পছন্দ। আমরা সবকিছু বিচেনা করে এই সিদ্ধান্ত নেবো।’

এদিকে ব্যাটিং পরামর্শক জন লুইসের নিয়োগ নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড সিরিজে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্য তাকে রেখে দেয় বিসিবি। নতুন ব্যাটিং কোচ হিসেবে বিসিবি জেমি সিডন্সকে পেতে চাইছে। এজন্য তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানা গেছে। এর আগেও বিসিবি তাকে একবার পেতে চেয়েছিল। কিন্তু পারিবারিক কারণে বাংলাদেশে এসে কাজ করতে চাননি বাংলাদেশের সাবেক এ কোচ। ব্যাটিং কোচ হিসেবে সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বিসিবি।

এনিয়ে আকরাম বলেন, ‘আমাদের হাতে দুই তিন জনের সংক্ষিপ্ত তালিকা আছে। এর মধ্যে একজন আছেন, যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন চার দিন সময় লাগবে এর মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো।’

কোভিড পরিস্থিতিতে এসব নিয়োগে ধীরে এগোতে চায় বিসিবি, জানালেন আকরাম, ‘আমাদের কাছে যেহেতু সময় আছে, আমরা আগেও বলেছি যে এই কোভিডের সময় কোচ নেওয়াটা কঠিন। তারপরও আমরা জিম্বাবুয়ে যাওয়ার আগে কোচ নেওয়ার চেষ্টা করবো। জিম্বাবুয়ে সিরিজের পর পরই অস্ট্রেলিয়া আসবে। এর পর ইংল্যান্ড আসবে, নিউজিল্যান্ড আসবে, তাই আমরা এখনই চেষ্টা করবো।’