খেলাধুলা

আবার আবাহনীর ম্যাচে বৃষ্টির বাগড়া

প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল আবাহনী লিমিটেডের ম্যাচে। তৃতীয় ম্যাচেও তাদের এমন তিক্ত অভিজ্ঞতা হলো। 

শনিবার দুপুর দেড়টায় আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হওয়ার কথা ছিল। দুপুর একটায় টসও হয়েছিল। মুশফিকুর রহিম টস জিতে নিয়েছেন ফিল্ডিং। 

এর পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। মাঠে ঢেকে দেওয়া হয় কভারে। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমে আটকা। বৃষ্টি থামার কোনো নাম নেই। পুরো মাঠে জমে আছে পানি। 

ম্যাচের জন্য বিকেল ৪টা ১৬ পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এর আগে বৃষ্টি থামলে এবং মাঠ খেলার উপযোগী হলে ওভার কমিয়ে খেলা শুরু হবে। যদি না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। 

নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছিল আবাহনী। প্রথম ম্যাচে তারা হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আবাহনী জয় পায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচটি হয় ১৯ ওভারে। সেই ম্যাচে ওল্ড ডিওএইচকে তারা হারায় ২২ রানে। 

অন্যদিকে ব্রাদার্স নিজেদের শেষ ম্যাচে হারিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জকে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে।  

সন্ধ্যা ৬টায় আরেকটি ম্যাচও আছে। সাকিব ও তামিমের দল মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে। সেই ম্যাচকে ঘিরে কিছুটা হলেও রোমাঞ্চ, উত্তেজনা ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে।