খেলাধুলা

কাতারে ভারতের ফুটবলার করোনায় আক্রান্ত, সতর্ক বাংলাদেশ

সোমবার দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আরও একটি ভারত-বাংলাদেশ লড়াই। তবে ম্যাচের আগে হোঁচট খেয়েছে ভারতীয় দল। 

করোনায় আক্রান্ত হয়েছেন দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তাকে রাখা হয়েছে আইসোলেশনে। ভারতের ফুটবলার করোনা আক্রান্তের পরপরই বাংলাদেশ দল রয়েছে বাড়তি সতর্ক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, অনিরুদ্ধ থাপার কোভিড আক্রান্তের খবর জানার পর ফুটবলারদের চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। 

আজ রোববার সকালে জামাল, তপুদের কোভিড টেস্ট করানো হয়েছে। রাতের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। তার ভাষ্য,‘খেলোয়াড়দের আজ আবার কোভিড টেস্ট হবে। রাতেই সেই রেজাল্ট পাওয়া যাবে। ভারতের যে ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছে তাকে আগেই আইসোলেশনে রাখা হয়েছে। ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দ্বিতীয় টেস্টে ভালো ফলে প্রত্যাশা করছে সবাই।’ 

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান ফুটবল দল এখন রয়েছে কাতারে। তিন দল রয়েছেন হোটেল ইজদান প্যালেস। ভারতের হয়ে ২০টির বেশি ম্যাচ খেলা অনিরুদ্ধ কাতারের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে পারেননি। ওই ম্যাচে ভারত ১-০ ব্যবধানে ম্যাচ হেরেছিল। ৬ ম্যাচ থেকে ভারত এখনও পর্যন্ত মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

জয়হীন ভারত আপাতত গ্রুপ ই-তে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।সোমবার বাংলাদেশের বিরুদ্ধে এবং আগামী ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে সুনীল চেত্তিরা। 

বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ভারতের মাটি থেকে ১ পয়েন্ট অর্জন করেছিল। এবার পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে পারে কিনা সেটাই দেখার।