খেলাধুলা

লিটন দাস ফিরছেন

ঢাকা লিগের চতুর্থ রাউন্ডে আবাহনীর জার্সিতে মাঠে দেখা যাবে লিটন কুমার দাসকে। নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার শেখ মামুন।

ডানহাতের কব্জিতে চোট থাকায় শিরোপা প্রত্যাশী দলটির হয়ে লিগের প্রথম তিন রাউন্ডে মাঠে নামা হয়নি ডানহাতি ওপেনারের। শ্রীলঙ্কার বিপক্ষের তৃতীয় ওয়ানডেতেও তাকে বাদ দেওয়া হয়েছিল। কব্জির চোটও ছিল আরেকটি কারণ। সপ্তাহখানেক পরিচর্যা শেষে মাঠে ফেরার অপেক্ষা মারকুটে এ ব্যাটসম্যান।

লিগে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে আবাহনী। সামনে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। ১১ জুন মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচও আছে। এর আগে দুই রাউন্ড খেলার সুযোগ পাবেন লিটন। বড় ম্যাচের আগে ঝালিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ হবে তার।

প্রথম তিন রাউন্ডে আবাহনীর হয়ে ইনিংস উদ্বোধন করেছেন নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার। প্রথম ম্যাচে শান্ত মাত্র ২ রান করায় তাকে তিনে পাঠানো হয়। পরের দুই ম্যাচে ইনিংস উদ্বোধনের সুযোগ পান মুনিম। দুই ম্যাচে আবাহনীকে ভালো শুরু এনে দেন ডানহাতি ওপেনার। প্রথম ম্যাচে ১৩ বলে ১৬ এবং দ্বিতীয় ম্যাচে ১২ বলে ২৫ রান করেন। লিটন একাদশে ফিরলে তার জায়গা হবে কি না তা নিয়ে বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে।