খেলাধুলা

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় উইন্ডিজ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাকানি-চুবানি খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইন্ডিজ ৯৭ রানে অলআউট হয়।

জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ১৪১ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাতে ২২৫ রানের লিড পায় সফরকারীরা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো তারা ১৪৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে আছে ৬ উইকেট।

ক্রিজে আছেন রোস্টন চেজ (২১) ও জারমেইন ব্লাকউড (১০)। তারা দুজন আজ শনিবার আবার ব্যাট করতে নামবেন।

দ্বিতীয় ইনিংসে ১২ রানেই প্রথম উইকেট হারায় উইন্ডিজ। কাগিসু রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্রেইগ ব্রাথওয়েট (৭)। ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। এবার রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন কিয়েরান পাওয়েল (১৪)। ৩৭ রানের মাথায় অ্যানরিখ নরকিয়ার বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন শেই হোপ (১২)। আর ৫১ রানের মাথায় কাইল মেয়ার্সকে (১২) নিজের দ্বিতীয় শিকার বানান নরকিয়া।

তার আগে প্রোটিয়াদের ৩২২ রানের ইনিংসে ১৭০ বল খেলে ১২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১৪১ রান করেন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন এইডেন মার্করাম। ৪৬টি রান আসে রাসি ফন দের ডুসানের ব্যাট থেকে।

বল হাতে উইন্ডিজের জ্যাসন হোল্ডার ৪টি, জয়ডেন সিলস ৩টি ও কেমার রোচ ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রাকিন কর্নওয়াল।