খেলাধুলা

তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারলো উইন্ডিজ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দ. আফ্রিকা জয় পেয়েছে ৬৩ রানে। ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক।

সংক্ষিপ্ত ইনিংস: উইন্ডিজ: ৯৭/১০ (এনগিদি ৫/১৯ ও নরকিয়া ৪/৩৫; হোল্ডার ২০) ও ১৬২/১০ (রাবাদা ৫/৩৪; নরকিয়া ৩/৪৬; চেস ৬২)। দ. আফ্রিকা: ৩২২/১০ (ডি কক ১৪১*, মার্করাম ৬০; হোল্ডার ৪/৭৫, সিলস ৩/৭৫)। ফল: দ. আফ্রিকা ৬৩ রানে জয়ী। ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান তোলে।

জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ১৪১ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রান তোলে ১১ বছর পর ক্যারিবিয়ান সফরে যাওয়া প্রোটিয়ারা। 

২২৫ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। শনিবার তৃতীয় দিনে বাকি ৬টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর ৮০ রান যোগ করতে পারে। ৬৪ ওভারে ১৬২ রানে অলআউট হলে ৬৩ রানে জয় পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

বল হাতে এই ইনিংসে ৫টি উইকেট নেন কাগিসু রাবাদা। ৩টি উইকেট নেন আনরিক নরকিয়া। ব্যাট হাতে উইন্ডিজের রোস্টন চেস সর্বোচ্চ ৬২ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন কিয়েরান পাওয়েল।