খেলাধুলা

২২ বছরে ইংল্যান্ডে নিউ জিল্যান্ডের প্রথম সিরিজ জয়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউ জিল্যান্ড শতভাগের চেয়েও বেশি আত্মবিশ্বাস অর্জন করলো। বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট তারা জিতেছে ৮ উইকেটে। এই জয়ে ১৯৯৯ সালের পর প্রথমবার ব্রিটিশদের মাটিতে কোনও সিরিজ জিতলো নিউ জিল্যান্ড।

দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতে নিলো কিউইরা। প্রথম ম্যাচ ড্র হয়েছিল।

রোববার (১৩ জুন) দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১২২ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। দিনের প্রথম বলেই অলি স্টোনকে (১৫) টম ব্লান্ডেলের ক্যাচ বানান ট্রেন্ট বোল্ট। এই ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও নিয়েল ওয়াগনার। দুটি করে উইকেট পান এজাজ প্যাটেল ও বোল্ট।

মাত্র ৩৮ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে ডেভন কনওয়ে (৩) স্টুয়ার্ট ব্রডের শিকার হন। লক্ষ্য থেকে পাঁচ রান দূরে থাকতে উইলয় ইয়াং (৮) বিদায় নেন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার সময় ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের সঙ্গী ছিলেন রস টেলর। তাকে কোনও বলই খেলতে হয়নি। ল্যাথাম ৩২ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।

১০.৫ ওভারে ২ উইকেটে ৪১ রান করে নিউ জিল্যান্ড।

দুই ইনিংস মিলিয়ে ১১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কিউই পেসার হেনরি। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন দুই দলেরই খেলোয়াড়- নিউ জিল্যান্ডের কনওয়ে ও ইংল্যান্ডের ররি বার্নস।