খেলাধুলা

সাকিবের সংবাদ সম্মেলন স্থগিত করল মোহামেডান

নিজের ও ক্লাবের অবস্থান জানাতে সোমবার (১৪ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ।

গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে মোহামেডান ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ক্লাবটি জানিয়েছিল, আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আনা অভিযোগ ও শাস্তিসহ অন্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।

গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় মোহামেডানের অধিনায়ক সাকিব প্রথমে স্টাম্পে লাথি দিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান। পরবর্তীতে আম্পায়ার বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে চাইলে স্ট্যাম্প তুলে আছাড় দেন। দু’বারই মাঠের আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন সাকিব।

সাকিবকে লেভেল থ্রি অফেন্স অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। দুইবার অসাদাচরণের জন্য তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।