খেলাধুলা

জয়ের পর মেসি জানালেন, সামনে কঠিন পরীক্ষা আসছে

জয়টা যেন দূর আকাশের তারাই হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ ড্র। কোপা আমেরিকার লড়াইয়ের শুরুতে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র! মেসি সেদিন হতাশ হয়ে গিয়েছিলেন। ফ্রি কিকে দুর্দান্ত গোল করেও পয়েন্ট ভাগাভাগি করতে কষ্ট হচ্ছিল তার।

অবশেষে সেই ভুলতে বসা জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। শনিবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসির দল। এদিন মেসি গোল পাননি। তবে গোল করতে রেখেছেন অবদান। উরুগুয়ের বিপক্ষে চার পরিবর্তন করে আর্জেন্টিনা। দলে ফেরাদের একজন ছিলেন রদ্রিগেজ। মেসির দেওয়া লম্বা পাসে মাথা ছুঁইয়ে গোল করেন রদ্রিগেজ। তার একমাত্র গোলে উরুগুয়েকে জয়বঞ্চিত করে আর্জেন্টিনা।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তবে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা জানিয়ে রাখলেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে ড্রেসিংরুমে আইসবাথ নিচ্ছিলেন মেসি। সঙ্গে ছিলেন সতীর্থরা। আনন্দময় সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেসি।

ক্যাপশন দেন,‘চল চল যাই!!! আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এ জয় সামনের কঠিন চ্যালেঞ্জের জন্য আমাদের মনে শান্তি দেবে।’ আগামী ২২ জুন আর্জেন্টিনার পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। যারা আর্জেন্টিনার থেকে ১ পয়েন্ট কমে রয়েছে তৃতীয় স্থানে।