খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে দিল হাঙ্গেরি

ইউরোর গত আসরের রানার্স আপ ফ্রান্সকে জিততে দিলো না হাঙ্গেরি। ঘরের মাঠে তাদের জয় বঞ্চিত করেছে হাঙ্গেরি। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। জার্মানির বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ফ্রান্সকে দ্বিতীয় ম্যাচেই করতে হয় পয়েন্ট ভাগাভাগি। এদিকে পর্তুগালের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল হাঙ্গেরি।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গ্রুপ এফ থেকে লড়াইয়ে নামে দুই দল। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে  হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেন অ্যাটিলিয়া ফিওলা। দ্বিতীয়ার্ধে দলের ত্রাতা হয়ে আসেন গ্রিজম্যান। ৬৬ মিনিটে গোল দিয়ে নিয়ে আসেন সমতা।

২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিয়ে এক অনন্য রেকর্ডে নাম লিখিয়েছে হাঙ্গেরি। ১৯৭৬ সালের পর এই প্রথম ফরাসিদের বিপক্ষে কোনো টুর্নামেন্টে হারেনি দেশটি। এ ছাড়া ইউরোতে প্রথমে গোল দিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচেই তারা হারেনি।

বল দখলের লড়াই কিংবা আক্রমণে ফ্রান্স এগিয়ে থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বেনজেমা-এমবাপ্পেরা। ম্যাচে ৬৭ শতাংশ সময় বল ছিল ফরাসিদের পায়ে। ফ্রান্সের ১৫টি শটের বিপরীতে হাঙ্গেরি মাত্র ৫টি শট নিয়েছে।