খেলাধুলা

আবাহনীকে টপকে ওল্ড ডিএইচএসের রেকর্ড

চলমান ঢাকা লিগের রেলিগেশন ম্যাচে নতুন রেকর্ড গড়েছে ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব। পারটেক্সের স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের রান টপকে চলতি আসরের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে দলটি।

সোমবার (২১ জুন) বিকেএসপির ৩ নাম্বার মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে।

এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল আবাহনীর। সুপার লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ১৯৩ রান করেছিল মুশফিকের দল। একদিন না যেতেই সেই রেকর্ড ভেঙে দিল ডিওএইচএস।

সর্বোচ্চ ৫৮ বলে ৯৮ রান করেন ওপেনার রাকিন আহমেদ। তিনি ইনিংসের শুরুতে নেমে খেলেন শেষ বল পর্যন্ত। তার দৃষ্টিনন্দন ইনিংসই সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছয়ের মারে। টি-টোয়েন্টিতে এটি রাকিনের প্রথম ফিফটি ও সর্বোচ্চ রানের ইনিংস।। এর আগে সর্বোচ্চ ছিল ৪৬ রান।

এ ছাড়া অধিনায়ক মোহাইমিনুল খান ৩৫ বলে খেলেন ৫০ রানের ইনিংস। ৪টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মোহাইমিনুল অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

১১ রাউন্ড শেষে তিনটি দল রেলিগেশনে পড়ে। ওল্ড ডিএইচএস-পারটেক্স ছাড়া আরেকটি দল হলো লিজেন্ডস অব রূপগঞ্জ।