খেলাধুলা

হোয়াইটওয়াশের পর উইন্ডিজ পেলো শাস্তি

ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এলো বড় অঙ্কের জরিমানা।

সোমবার (২১ জুন) সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে ১৫৮ রানে। এই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনতে হচ্ছে তাদের। ম্যাচ ফির ৬০ শতাংশ দিতে হবে ক্যারিবিয়ানদের। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের তাদের সংগৃহীত ৬টি পয়েন্ট কেটে নেওয়া হবে।

ক্রেইগ ব্র্যাথওয়েটের দল বরাদ্দ সময়ের মধ্যে তিন ওভার কম করেছিলেন। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্লিসন এই শাস্তি আরোপ করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো ওভার রেটের সর্বনিম্ন শাস্তি প্রত্যেক ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এর সঙ্গে যুক্ত হয়েছে, প্রতি ওভারের জন্য দুই পয়েন্ট করে খোঁয়াবে অভিযুক্ত দল।

ক্যারিবিয়ানরা একই মাঠে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৬৩ রানে হেরেছিল। ২৭ জুন থেকে দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।