খেলাধুলা

কোহলিকে হতাশ করে লয়েড-ধোনির পাশে উইলিয়ামসন

প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জেতে কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড। এতে ইতিহাসের পাতায় এক প্রথমে জায়গা করে নিয়েছেন কিউই কাপ্তান।

লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ধরতে ধরতেও ধরা হয়নি। খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। দুবছর না যেতেই যেই ইংলিশ মাটিতে জয় করলেন টেস্টের বিশ্বকাপ। যেনো লর্ডসের পাপ মোচন সাউদাম্পটনে।

রস টেলরের প্যাডে লেগে বল স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারির বাইরে যাওয়ার সঙ্গেই ইতিহাসের সোনালি অধ্যায়ে লেখা হয়ে গেলো প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের নাম লেখা হয়ে গেলো।

প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড ও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক এম এস ধোনির সঙ্গে যুক্ত হলো উইলিয়ামসনের নাম। ১৯৭৫ সালে লয়েড ওয়ানডতে ও ২০০৭ সালে ধোনি টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ জেতেন।

সাবেক সতীর্থ ধোনি কিংবা লয়েডের সঙ্গে যুক্ত হতে পারতো বিরাট কোহলির নাম। কিন্তু তাকে হতাশ করে রোজ বোলের সব আলো কেড়ে নিয়েছিলেন কেন উইলিয়ামসন।