খেলাধুলা

সিমনের হাস্যকর ভুলে আত্মঘাতী গোল

প্রথমবার বড় ‍টুর্নামেন্টে স্পেনের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান উনাই সিমন। গ্রুপের প্রথম তিন ম্যাচে মাত্র একবার তাকে ফাঁকি দিয়ে জালে বল জড়ায় পোল্যান্ড। নকআউটেও দাভিদ দে গেয়াকে বেঞ্চে বসিয়ে রেখে তার ওপরই ভরসা রাখলেন লুইস এনরিকে। কিন্তু তার হাস্যকর ভুলে হয়ে গেলো আত্মঘাতী গোল।

সোমবার (২৮ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ শুরু করে স্পেন। সারাবিয়া ও কোকে কাঁপিয়ে দেন ক্রোয়েশিয়ার রক্ষণকে। কিছুক্ষণ পরই হাস্যকর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন। ২০ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা ব্যাক পাস দেন পেদ্রি। ধারেকাছে কেউ ছিল না, তারপরও সিমন বল নিয়ন্ত্রণে নিতে ডান পা বাড়িয়ে দিলেন। কিন্তু তাকে চমকে দিয়ে বল পায়ে না লেগে বল জড়ালো জালে।

তাতে এই আসরেই সব মিলিয়ে আত্মঘাতী গোল হলো ৯টি। এ যেন আত্মঘাতী গোলের মেলা বসেছে ইউরোতে। ৬১ বছরের ইতিহাসে সব মিলিয়ে যত আত্মঘাতী গোল হয়েছিল, তা এবার হলো এক আসরেই।