খেলাধুলা

লাল কার্ড দেখা জেসুসের জায়গায় কাকে খেলাবে ব্রাজিল?

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দলকে বড় বিপদে ফেলেছিলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের বয়স যখন ৪৮ মিনিট তখন ফ্লাইং কিকে প্রতিপক্ষের খেলোয়াড়কে আহত করেন তিনি। 

সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ের খেলা ব্রাজিলকে খেলতে হয় ১০ জন নিয়ে। তাতে অঘটন ঘটেনি। চিলির বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উঠে যায় সেমিফাইনালে। 

কার্ড জটিলতায় ফাইনালে উঠার লড়াইয়ে জেসুসকে পাচ্ছে না ব্রাজিল। গণমাধ্যমে এসেছে, জেসুসের পরিবর্তে সেমিফাইনালে লুকাস পাকুয়েটাকে নিয়ে মাঠে নামবে সেলেকাওরা। এছাড়া ইনজুরির কারণে ছিটকে যাওয়া ডিফেন্ডার ফিলিপকেও পাচ্ছে না ব্রাজিল। 

সব মিলিয়ে পেরুর বিপক্ষে তাদের একাদশে দুটি পরিবর্তন আসতে যাচ্ছে। ব্রাজিলের একাদশ হবে এরকম, এডারসন, দানিলো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, লোডি, কাসিমেরো, ফ্রেড, পাকুয়েটা, ফিরমিনো, রিচার্লিসন ও নেইমার। 

কোয়ার্টার ফাইনালে যা ঘটেছিল

চিলির গোলরক্ষক লম্বা পাসে বল দিয়েছিলেন চিলির লেফটব্যাক ইউজেনিও মেনারকে। বল নিতে গিয়ে মুখে লাথি মেরে বসেন জেসুস। সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয় ম্যানচেস্টার সিটির তারকাকে। এমন ঘটনা ঘটনার পর বেশ বিচলিত দেখা যায় তাকে। ঘাবড়ে যান তিনি।  খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন জেসুস।