খেলাধুলা

এবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বাস সাবেক কোচ বাসিলের

আর্জেন্টিনার সাবেক জাতীয় দলের কোচ আলফিও ‘কোকো’ বাসিলের বিশ্বাস, এবারের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে তার দেশ। ২৮ বছরের শিরোপা খরা ঘুচবে এবার।

আর্জেন্টিনার সিনিয়র দলের সবশেষ ট্রফি জয়ী কোচ বাসিলে। জাতীয় দলকে চারটি ট্রফি জেতান তিনি। ১৯৯১ সালের কোপা আমেরিকা, ১৯৯২ সালের কনফেডারেশন কাপ, ১৯৯৩ সালের আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি ও কোপা আমেরিকা জয়ী কোচের চোখে এবারের ফেভারিট আর্জেন্টিনা।

বাসিলে বলেছেন, ‘কোপা আমেরিকা জয়ের এটাই সুযোগ। সবচেয়ে বড় কারণ ব্রাজিল যেভাবে খেলছে, তারা সাদামাটা একটা দল। নেইমারকে মাথায় না রাখলে তারা সবাই সাদামাটা খেলোয়াড়। এটাই আমাদের সুযোগ।’

মেসি ও তার দল নিয়ে বাসিলের মূল্যায়ন, ‘মেসি সঙ্গে, মানে আমরা ১-০ গোলে জিতেই গেছি। সে ফুটবল দানব। এই দল এখনও প্রশিক্ষণের মধ্যে আছে। শুরু থেকে পারেদেসকে চািই আমি। লাউতারো মার্তিনেজ এখনও শিখছে, কিন্তু আমি তাকে পছন্দ করি।’

লিওনেল স্কালোনির কোচিং দর্শন নিয়েও সন্তুষ্ট সাবেক এই কোচ, ‘আমার চোখে সে খুব ভালো করছে। অন্তত ফুটবলে তার পছন্দের সঙ্গে আমার খুব একটা অমিল নেই। যারা এই জাতীয় দলকে দেখছে, তারা বুঝতে পারবে যে এই দল আমার দলের মতো খেলছে।’