খেলাধুলা

আর্জেন্টিনা ৫-০ গোলে হারবে: ব্রাজিল প্রেসিডেন্ট

একদিন বাদেই কোপা আমেরিকার ফাইনালের মহারণে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ফুটবল বোদ্ধা হতে শুরু করে ভক্তদের মধ্যে। বাদ যাবেন কেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো?

তাইতো বলেই দিলেন, কোপার ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন  বলসোনারো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, 'একমাত্র লড়াই হবে আগামী শনিবার মারাকানায় (বাংলাদেশ সময় রোববার)। ব্রাজিল ৫-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে।'

রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি দেখা যাবে সনি সিক্স।

এর আগে এই ফাইনালে ব্রাজিল-ই জিতবে বলে জানিয়ে দিয়েছেন নেইমার। যদিও নিছক মজা করে বলা আসলে মনের কথাতো এটাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা; ২০১৯ সালে ইনজুরিতে পড়ে নেইমার খেলতে পারেননি পুরো আসর।

এবার দলের ফাইনাল নিশ্চিত করার অন্যতম ত্রাতা তিনিই। শেষ মহারণে কী পারবেন নেইমার? রাখতে পারেবন ব্রাজিল প্রেসিডেন্টের কথা?