খেলাধুলা

আমরা আমাদের সবকিছু দিতে যাচ্ছি: মার্তিনেজ

কোপা আমেরিকার ২৯তম ফাইনালে আর্জেন্টিনা। মিশন ২৮ বছরের আক্ষেপ ঘুচানোর। পাঁচ বছর পর আরেকটি সুযোগ। এবার আর ব্যর্থ হতে চায় না আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিপক্ষে রোববার (১১ জুলাই) সকাল ৬টায় হতে যাওয়া এই ম্যাচে নিজেদের সবকিছু দিতে চায় তারা।

এমন দৃঢ়চেতা মনোভাব নিয়ে মাঠে নামতে যাচ্ছেন কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের নায়ক গোলকিপার এমিল মার্তিনেজ। তিনি বলেছেন, ‘এখানে, মারাকানায় ফাইনাল খেলার জন্য আমরা কয়েক বছর ধরে অপেক্ষা করছি। আমরা আমাদের সবকিছু দিতে যাচ্ছি।’

সেমিফাইনালের টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়ে দলকে জেতান মার্তিনেজ। বিজয়ের উল্লাসের সময় তার চোখে ছিল আনন্দ অশ্রু। তিনি বললেন, ‘গর্বের অশ্রু ছিল ওই দিন। আমার স্বপ্ন ছিল ফাইনাল খেলার এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ট্রফি জেতার। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে খেলতে যাচ্ছি, এর চেয়ে বড় ব্যাপার আর কিছু নয়।’

মার্তিনেজ বললেন, ‘ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আমরা যাওয়া আসার মধ্যে ছিলাম। এটা ছিল খুব ক্লান্তিকর। কিন্তু আমরা একসঙ্গে কাজ করেছি এবং এটাই আমাদের ফাইনালে শক্তিশালী করবে। পুরো আর্জেন্টাইনবাসী ব্রাজিলে আমাদের জয় দেখতে চায়।’