খেলাধুলা

ভারতের বাজারে ‘মেসি বিড়ি’

বিড়ির বিজ্ঞাপনে লিওনেল মেসি! এমনটা ভাবা যায়? অবাক করার মতো ব্যাপার হলেও সত্যিই এমনটা ঘটেছে ভারতের মুর্শিদাবাদে। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর দেশটিতে বেড়েছে ‘মেসি বিড়ি’র বিক্রি। একটি বিড়ির প্যাকেটে মেসির হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের বিড়ির প্যাকেটে মেসির ছবি ও নাম ব্যবহার করেছে। এমন ছবি প্রকাশের পর টুইটারে রুপিন শর্মা মজা করে বলছেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিনিয়োগ।’

দীপক ‍পুজারি লিখেছেন, ‘কোপা জেতার পর পরই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’ কারও কারও প্রশ্ন, ‘মেসি জানেন তো?’ আরেকজনের মন্তব্য, ‘এই ধরনের পাগলামি কেবল ভারতেই সম্ভব।’

এর আগে একই জেলায় ‘রোনালদো বিড়ি’ নামেও বাজারে এসেছিল বিড়ি। এবার মেসির নামে বিড়ি বাজারে বিক্রি করতে শুরু করেছে তারা।