খেলাধুলা

বাংলাদেশ টেস্টে জিম্বাবুয়ে বোলারের সন্দেহজনক বোলিং অ্যাকশন

হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার রয় কাইয়ার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে।

দুই ইনিংসে কাইয়া মোট ২৩ ওভার করেন। উইকেট পাননি একটিও। ব্যাট হাতেও ডাক মারেন। ম্যাচটি বাংলাদেশে জেতে ২২০ রানে।

করোনার কারণে আইসিসি অধিভুক্ত পরীক্ষা কেন্দ্রে প্রত্যক্ষভাবে বোলিং অ্যাকশন মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। তাই টেস্টের ভিডিও ফুটেজ দেখে তার বোলিং ত্রুটিপূর্ণ কি না যাচাই করবে বিশেষজ্ঞ প্যানেল। তারা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন কাইয়া।

২৯ বছর বয়সী কাইয়া জিম্বাবুয়ের হয়ে প্রথম খেলেন ২০১৫ সালে পাকিস্তানে। ব্যাটিং সামর্থ্য দেখেই তাকে দলে রাখা হয়েছিল। দেশের হয়ে এখন পর্যন্ত ওই একটি সাদা বলের ক্রিকেট ম্যাচ খেলেন তিনি। এই বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। বাংলাদেশের বিপক্ষে তার ছিল তৃতীয় টেস্ট।

ঘরোয়া ক্রিকেটে একশটিরও বেশি উইকেট নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে পাননি একটিও। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ওয়ানডে দলে জায়গা পাবেন কি না এখনই বলা যাচ্ছে না।