খেলাধুলা

টোকিওতে ইতিহাস গড়লেন সিন্ধু

সেমিফাইনালে হেরে সোনা হাতছাড়া করলেও ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন হিং বিংজিয়াওকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে হারালেন পিভি সিন্ধু। তাতে প্রথম ভারতীয় নারী হিসেবে দুটি অলিম্পিক পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখেছেন ২৬ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা। টোকিওতে ইতিহাস গড়লেন সিন্ধু।

প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিক রৌপ্য জয়ের পর গেমসের দুই আসরে পোডিয়ামে ওঠা ভারতের প্রথম নারী অ্যাথলেট এই শাটলার। রিও অলিম্পিকে অভিষেকে ব্যাডমিন্টনের একক ইভেন্টে রুপা জিতেছিলেন তিনি। পাঁচ বছর আগে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সোনার ম্যাচ হেরে যান সিন্ধু।

দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকের দুটি আসরে পদক জিতলেন সিন্ধু। তার আগে এই কীর্তি ছিল শুধু কুস্তিগীর সুশীল কুমার। ২০০৮ সালে ব্রোঞ্জ, তার চার বছর পর রুপা জেতেন তিনি।

অলিম্পিক ব্যাডমিন্টনের একক ইভেন্টে চতুর্থ নারী অ্যাথলেট হিসেবে পরপর দুইবার পদক জিতলেন সিন্ধু। দক্ষিণ কোরিয়ার ব্যাং সু-হিউন, চীনের ঝাং নিং ও ইন্দোনেশিয়ার সুসি সুশান্তির সঙ্গে এই বিরল কীর্তির তালিকায় যোগ দিলেন সিন্ধু।