খেলাধুলা

রোববার বিকালে বার্সা ভক্তদের ‘গুডবাই’ বলবেন মেসি

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বার্সেলোনা বিস্ফোরক এক ঘোষণা দেয়, লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারছেন না তারা। তাতে করে কাতালান ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি হয়। গত ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়েছিল তার। তারপরও অনেক চেষ্টা চালালেও আর্থিক সংকট আর লা লিগার কঠোর নীতি ন্যু ক্যাম্পে থাকতে দেয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

মেসি থাকতেই চেয়েছিলেন বার্সায়। প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শুক্রবার জানান, যৌথভাবে তারা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এতটাই হতাশ ছিলেন যে তাতে আপত্তি জানান। তবে বার্সা ভক্তদের উদ্দেশ্যে কিছু না বলে বিদায় নিচ্ছেন না তিনি। রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সা ভক্তদের ‘গুডবাই’ জানাতে সংবাদ সম্মেলন করবেন মেসি।

এদিন মেসির সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যও থাকবেন। প্রিয় ফুটবলার কী বলেন বিদায়বেলায় সেটা শোনার অপেক্ষায় লাখ লাখ ভক্ত। একদিন পর হোয়ান গ্যাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সা, এই ম্যাচে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি কেউ পরছেন না।