খেলাধুলা

সাকিব চ্যাম্পিয়ন বোলার, সে ভালোভাবে ঘুরে দাঁড়াবে: মাহমুদউল্লাহ

বোলিংয়ে সাকিবের ‘হাফ সেঞ্চুরি’! ৮৩তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে রীতিমতো সবচেয়ে বাজে দিনটি দেখে ফেললেন আজ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এক ওভারেই হজম করেন ৫ ছক্কা! ব্যাটসম্যান ছিলেন ড্যান ক্রিস্টিয়ান। সব মিলিয়ে চার ওভারে দিয়েছেন ৫০ রান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ও ৪৯ রান দিয়েছিলেন বাঁহাতি অর্থোডক্স বোলার। আজ ছাড়িয়ে গেছেন অতীতের সব রেকর্ড। এমন দিনে, যেদিন সাকিবের থেকে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। স্কোরবোর্ডে মাত্র ১০৪ রানের পুঁজি অথচ সাকিবের বোলিং রীতিমতো হতশ্রী। ইনিংসের চতুর্থ ওভারে যে ৩০ রান দিয়েছিলেন, তা খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ এমন কথাই জানালেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির ফল নির্ধারণে সাকিবের এই ওভার বেশ ভূমিকা রেখেছে। এক ওভারে ৩০ রান নেওয়ার পরও অস্ট্রেলিয়ার জিততে ঘাম ঝরেছে। মাঝে মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। কিন্তু স্কোরবোর্ডে বলের চেয়ে রানের পার্থক্য অনেক কম থাকায় শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে অস্ট্রেলিয়া।

সাকিবের এই ওভারে ৩০ রান না হলে গল্প অন্যরকম হতো বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ, 'সাকিবের ওভারটি গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারে উইকেট পেলে পরিস্থিতি পাল্টে যেত। ড্যান ক্রিস্টিয়ান ক্রিজে এসেই দ্রুত রান করেছে, ৫টা ছক্কা মেরেছে।'

তবে মাহমুদউল্লাহ এটাও জানিয়েছেন, সাকিব চ্যাম্পিয়ন বোলার; খুব সহজেই ঘুরে দাঁড়াবেন। অধিনায়ক বাঁহাতি অলরাউন্ডারের পাশেই আছেন, 'টি-টোয়েন্টি ম্যাচে এমন হতে পারে। আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।' ওই ১ ওভার ছাড়াও সাকিব বাকি ৩ ওভারে ২০ রান দিয়েছেন।

১০৫ রানের টার্গেটে খেলতে নেমে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর অ্যাস্টন অ্যাগার-অ্যাস্টন টার্নারের ৪৩ বলে ৩৪ রানের জুটিতে ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে যায়। শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে অজিরা।

বাংলাদেশ টানা ৩ ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার এই জয়ে সিরিজে সমীকরণ দাঁড়াল ৩-১। পাঁচ টি-টোয়েন্টি শেষ ম্যাচটি হবে সোমবার (৯ আগস্ট), সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।