খেলাধুলা

মাশরাফির প্রশ্ন, অস্ট্রেলিয়া আপনারা কি পরের সিরিজে হাত মেলাবেন?

নানা শর্ত দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে রাজি হয়েছিল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওই কঠোর শর্তগুলো মেনে নিয়ে বায়ো-বাবল তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (৯ আগস্ট) সফলভাবে শেষ হলো এই সিরিজ। তৃতীয় ম্যাচেই দুই টি-টোয়েন্টি বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাদের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা দিয়ে ৬০ রানে জেতে স্বাগতিকরা। এই দুর্দান্ত জয়ের পর মাশরাফি সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার কাছে রাখলেন একটি প্রশ্ন!

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘সাকিব এরকমই, ৩০ এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে। সাইফ উদ্দিন প্রমাণ করে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ফিয়ারলেস মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে। রিয়াদের দারুণ প্ল্যানিং। পুরো টিমকে অভিনন্দন।’

এরপরই অস্ট্রেলিয়াকে খোঁচা দিলেন সাবেক অধিনায়ক, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন নাকি এরকমই থাকবেন। এরকম থাকলে অনেক ভালো লাগবে, কারণ তাহলে সবার সঙ্গেই একরকম আচরণ হবে। তবে অবশ্যই আপনাদের ধন্যবাদ প্রাপ্য, কারণ আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন এবং আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’

যে কোনো প্রতিপক্ষ এবার বাংলাদেশে এসে বিপদে পড়বে, সেই হুঁশিয়ারি দিলেন মাশরাফি, ‘এরপর যারা যারা আইতাছো বাংলাদেশ ট্যুরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো। বাংলাদেশ, নামটা এখন পরিচিত।’