খেলাধুলা

জিম্বাবুয়েতে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব

২০২২ সালে নিউ জিল্যান্ডে নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার বাছাইপর্বের আয়োজক চূড়ান্ত করেছে।

নিউ জিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে ১০ দল অংশগ্রহণ করবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক নিউ জিল্যান্ড সরাসরি অংশগ্রহণ করবে। বাছাইপর্বে খেলবে ১০ দল। এখান থেকে তিন দল যাবে বিশ্বকাপের মূল আসরে। 

বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব আমাদের ক্যালেন্ডারের উল্লেখযোগ্য টুর্নামেন্ট। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সাম্ভাব্য সেরা দলটি বিশ্বকাপে খেলবে।’ 

২০১৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ। কোয়ালিফায়ার থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাছাই পর্বে পঞ্চম হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। চার বছর পর আরেকটি বাছাই পর্ব খেলতে নামবে বাংলাদেশ। এবার কি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ? নাকি বিশ্বকাপের স্বপ্ন অধরাই থাকবে সালমা-রুমানাদের।