খেলাধুলা

রিয়ালে ভালভার্দের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো!

রিয়াল মাদ্রিদের সঙ্গে গত ৬ বছরের সম্পর্ক আরো শক্ত করলেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুয়ান মিডফিল্ডার মাদ্রিদ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন, যাতে রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।

২০১৬ সালে উরুগয়ান ক্লাব পেনারোল থেকে টিনএজার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন ভালভার্দে। এই সময়ের মধ্যে ব্লাকোদের স্কোয়াডে নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠা করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। আরেকটি বড়সড় নতুন চুক্তিতে এই ক্লাবেই আরো বহু বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

২০২৫ সাল পর্যন্ত ছিল বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি অনুযায়ী তা আরো দুই বছর বাড়ান ভালভার্দে। আগের চুক্তিতে রিলিজ ক্লজ ছিল ৫০ কোটি ইউরো, সেটা বেড়ে এবার দ্বিগুণ। মানে ২০২৭ সালের আগে তাকে কেউ কিনতে চাইলে ১০০ কোটি ইউরো খরচ করতে হবে।

রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ভালভার্দে খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্ট ছয়টি। বার্নাব্যু ক্লাবের সঙ্গে একটি লা লিগাসহ তিনটি বড় ট্রফি জিতেছেন। সমর্থকদের প্রত্যাশা কার্লো আনচেলত্তির দলকে সামনের মৌসুমে আরো শিরোপা জেতাতে সহায়তা করবেন ভালভার্দে।